ধর্ম ও জীবন

আইএসএর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: জাকির নায়েক

ঢাকা, ০৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

গুলশানে জঙ্গি আক্রমণের নিন্দা করলেন মুসলিম বুদ্ধিজীবী ডা.জাকির নায়েক। একটি সর্বভারতীয় সংবাদপত্রকে তিনি জানিয়েছেন, ‘ইসলামিক স্টেট বলে আসলে আমরা ইসলামকে নিন্দা করছি। ইরাক এবং সিরিয়ায় নিরপরাধ মানুষকে ওরা হত্যা করছে। তারা কিছুতেই ইসলামিক স্টেট তৈরি করতে পারে না। ইসলামের শত্রুরাই তাদের এই নামে ডাকছে।’

ঢাকায় সন্ত্রাসী হামলায় উঠে এসেছে জাকির নায়েকের নাম। জঙ্গিরা নাকি তার কথায় অনুপ্রাণিত হয়েই হামলা চালিয়েছে। এই অবস্থায় জঙ্গি মতবাদের সঙ্গে দূরত্বই বাড়ালেন নায়েক।

তবে ইসলামী বিশেষজ্ঞরা মনে করেন, জাকির নায়েক একজন ইসলামী চিন্তাবিদ তাকে হেয় প্রতিপন্য করার জন্য বিজাতিরা তাকে জঙ্গিবাদের সঙ্গে জাড়ানো চেষ্টা চালাচ্ছে।  তাকে জঙ্গি বাদের সঙ্গে জড়ালে মুসলিম বিশ্ব কোনো ভাবেই মেনে নেবে না।

তিনি বলেছেন, ‘আমার ফেসবুক ফলোয়ারের বড় অংশই বাংলাদেশি। ৯০ শতাংশ বাংলাদেশি আমাকে চেনেন। প্রবীণ রাজনীতিক থেকে সাধারণ মানুষ, শিক্ষকরা রয়েছেন সেই তালিকায়। তাঁদের পঞ্চাশ শতাংশ আমার গুণমুগ্ধ। তাহলে জঙ্গিরা আমায় চিনত না বললে আমি কী অবাক হব না?’

তবে তিনি জঙ্গি আক্রমণ সমর্থন করেন না বলে সাফ জানিয়েছেন।

পিস টিভিতে প্রতিদিনের টেলিভিশন অনুষ্ঠানে ইসলাম নিয়ে বক্তব্য রাখেন নায়েক। মুসলিম বিশ্বে তিনি একজন জনপ্রিয় বক্তা। ফেসবুকে তার ১ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে। বিভিন্ন ভাষায় বিশ্বের ২০ কোটি মানুষ টিভিতে তার অনুষ্ঠান দেখেন।

Show More

আরো সংবাদ...

Back to top button