
জাতীয়
ঈদের দিন ঢাকাসহ সারাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
ঢাকা, ০৬ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
ঈদের দিন রাজধানী ঢাকাসহ সারাদেশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বলা হয়, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে আজ দুপুর ১২ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে।’