জাতীয়

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ০৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

প্রতিবারের মতো এবারো ঈদের দিন সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময়ে ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।

এছাড়া সামজের দুস্থ শ্রেণীর মানুষও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়েছেন। দুস্থদের জন্য চারটি আলাদা ডেস্কও খোলা হয়েছে। এখানে তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া জানাতে পারবেন।

বেলা ১১টার দিকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Show More

আরো সংবাদ...

Back to top button