
গুলশানে হামলাকারী চক্রটিই শোলাকিয়ার ঘটনায় জড়িত: ডিআইজি নুরুজ্জামান
ঢাকা, ০৭ জুলাই, (ডেইলি টাইমস ২৪): গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলাকারী চক্রটিই শোলাকিয়া ঈদগাহের পাশে হামলার ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। বৃহস্পতিবার শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে হামলার ঘটনাস্থলে পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিআইজি নুরুজ্জামান বলেন, হামলাকারীদের অতর্কিত বোমা হামলায় এর স্প্লিন্টারের আঘাতে দুই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১২ জন। এ ঘটনায় আমরা সন্দেহভাজন তিনজনকে আটক করেছি।
ডিআইজি আরও জানান, পুলিশের দক্ষতা ও নিরাপত্তা জোরদার থাকায় আমরা অনেক মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি। তবে সহিংসতার খবর ঈদগাহ মাঠে পৌঁছালে অনেক মানুষ পদদলিত হয়ে মারা যেত।
প্রসঙ্গত, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম ঝর্ণা রাণী ভৌমিক। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত আরেকজন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।