জেলার সংবাদ

বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে খুন

ঢাকা, ০৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

বগুড়ার সদর উপজেলায় নিজাম উদ্দিন পাইকাড় (৫৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে খুন করে গাছের সঙ্গে লাশ বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১০টার দিকে বাঘোপাড়া ঈদগাহ মাঠের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত নিজাম উদ্দিন বাঘোপাড়া উত্তরপাড়া গ্রামের মৃত ইজ পাইকাড়ের ছেলে। তিনি গোকুল ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজাম উদ্দিন বাঘোপাড়া বন্দরে নিজের দোকান ‘নিজাম উদ্দিন গিফট কর্নার’ বন্ধ করে পায়ে হেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।

শুক্রবার সকালে বাড়ির কাছাকাছি বাঘোপাড়া ঈদগাহ মাঠের পার্শ্বে গাছের সাথে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় এবং বুকে ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। তাকে হত্যার পর লাশ মাটিতে বসিয়ে রেখে পরনের লুঙ্গি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কিছুদিন আগে থেকে কে বা কারা নিজাম উদ্দিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। ঘটনাটি তিনি থানা পুলিশকে অবহিত করেননি।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে তিনি জানান।

Show More

আরো সংবাদ...

Back to top button