জেলার সংবাদ

ঈদ শেষে ঢাকায় ফেরার পথে কাঁচপুরে বাস খাদে, নিহত ৪

ঢাকা, ০৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কাঁচপুর পুলিশ ফাঁড়ি থেকে ৫০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক তৈয়্যবুর রহমান বাংলামেইলকে জানান, নোয়াখালীর হাজীগঞ্জ থেকে ঢাকাগামী (যশোর-জ ১১-১৬১) একটি বাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৮ জন আহত হন।

পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনের মৃত্যু হয়, যার মধ্যে দুইজন রয়েছেন নারী। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

রাত পৌনে ১১টায় এ রিপোর্ট লেখার সময়ে বাসটি উদ্ধারে অভিযান পরিচালনা করছিল হাইওয়ে পুলিশ।

Show More

আরো সংবাদ...

Back to top button