
জাতীয়
সুষমার চিঠি: গুলশানে হামলার নিন্দা ভারতের
ঢাকা, ০৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গুলশানের হলি আর্টিসান বেকারিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার (৮ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কাছে পাঠানো এক লিখিত বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
চিঠিতে ভারত সরকারের পক্ষ থেকে ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান সুষমা স্বরাজ। একই সঙ্গে ওই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।