
জাতীয়
রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঢাকা, ০৮ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রাজধানী ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশি টহল বাড়ানো হয়েছে। গুলশান, বনানী এবং শুটিং ক্লাব এলাকাসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে চলাচলকারী সব ধরনের যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসার সন্তোষজনক জবাব দেওয়ার পরই নিরাপত্তা চৌকি অতিক্রম করতে হচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।