আন্তর্জাতিক

আসামে বাংলাদেশি ৫ জঙ্গি, তাই রাজ্যজুড়ে সতর্কতা জারি

ঢাকা, ০৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪): গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে জঙ্গি হামলার পরপরই ভারতের আসামে অনুপ্রবেশ করে বাংলাদেশি বেশ কয়েকজন জঙ্গি। আর সে কারণেই সরকার রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে।

এদিকে বাংলাদেশের বেশকিছু যুবক অনেকদিন ধরেই নিখোঁজ রয়েছে। ওই নিখোঁজ যুবকদের মধ্যে ১০ জনের ছবিও প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা ভারতেই রয়েছে। আর সে জন্য ভারতের কাছে সাহায্যও চেয়েছে সরকার।

আসাম পুলিশের উপপ্রধান পল্লব ভট্টাচার্য স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে খবর আছে, ৫ বাংলাদেশি জঙ্গি এ রাজ্যে প্রবেশ করেছে। আর সে কারণেই রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।’

অপর এক পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশি জঙ্গিরা প্রবেশ করেছে কি না, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে নিরাপত্তার স্বার্থেই সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশ ধারণা করছে, মেঘালয়ের দক্ষিণ গাড়ো পাহাড় সীমান্ত দিয়ে জঙ্গিরা আসামে প্রবেশ করেছে। আর জন্য আসাম বিমানবন্দর, কামাক্ষা মন্দির ও রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button