
গুলশান-শোলাকিয়ার হামলাকারীরা আইএস নয় : আইজিপি
ঢাকা, ০৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে যারা হামলা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল, একই জঙ্গিগোষ্ঠী শোলাকিয়ায়ও হামলা চালিয়েছে। আজ শনিবার দুপুরে শোলাকিয়ার সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। দেশে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অস্তিত্ব নেই বলে আবার দাবি করেন পুলিশ প্রধান শহীদুল হক। তিনি বলেন, গুলশানে যারা হামলার ঘটনা ঘটিয়েছে, তাদের সদস্যরাই শোলাকিয়ায় হামলার সঙ্গে জড়িত। তারা আইএসের সদস্য নয়। এ সময় তিনি বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীরা একই, তারা আইএস নয় শোলাকিয়ায় হামলায় জড়িতদের সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তবে এ ঘটনার সঙ্গে আইএস জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঈদের দিন শোলাকিয়ায় হামলার ঘটনাস্থল আজ শনিবার পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গুলশানে জঙ্গি হামলার এক সপ্তাহ না কাটতেই বৃহস্পতিবার ফের বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে কিশোরগঞ্জ। উপমহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতের মাঠের কাছে শোলাকিয়ায় এ হামলা চালায় জঙ্গিরা। পরে জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলিতে দুই পুলিশ সদস্য, হামলাকারী জঙ্গি ও এক নারী নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।