
জেলার সংবাদ
ফটিকছড়িতে নৌকাডুবিতে নিখোঁজদের দু’জনের মরদেহ উদ্ধার
ঢাকা, ০৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে শুক্রবার নৌকাডুবির পর যে পাঁচজন নিখোঁজ ছিলেন তাদের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- নুরুল ইসলাম (৬২) ও রিমন (১৩)। শনিবার সকাল সাড়ে ৯টায় নামার ঘাটা নামে এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
অনির্ভরযোগ্য সূত্রে আরো দুজনের মরদেহ উদ্ধার হওয়ার কথা শোনা গেলেও খবরটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার সকালে সুয়াবিল থেকে নৌকাযোগে প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে সুন্দরপুরের দিকে যাচ্ছিল একটি নৌকা। নাইচ্ছের ঘাটে পৌঁছে নৌকাটির সঙ্গে একটি বাঁশের ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায় ও নৌকায় থাকা অধিকাংশ যাত্রী স্রোতে ভেসে যান।