জাতীয়

রাস্তার মান নিয়ে সেতুমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

ঢাকা, ০৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাস্তার মান নিয়ে আমি খুশি নই। দুই বছর আগে চন্দ্রা-নবীনগর ফোরলেনের কাজ সম্পন্ন হলেও এ রাস্তায় একটু বৃষ্টি হলেই গর্ত হয়ে যায়। মেরামতের জন্য বলা হলেও এখনো মেরামত করা হয়নি। আমি গেলেই আমার সামনে একটি গাড়ি নিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। তার পরে আর কোনো কাজ হয়না, যা দুর্ভাগ্যজনক।’

শনিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করে তিনি এ অসন্তোষের কথা জানান।

মন্ত্রী আরো বলেন, ‘রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ফোরলেন, এইটলেন করে কোনো লাভ হবে না যদি রাস্তা দখলে থাকে। রাস্তায় যারা চলে তারা যদি শৃঙ্খলা না মানে তবে এসব করে কী লাভ।’

এ সময় সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর মহাসড়ক পুলিশ সুপার সফিকুর রহমানসহ সড়ক ও জনপথ এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button