
ক্ষোভে স্পেন ছাড়তে পারেন মেসি!
ঢাকা, ০৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
কর ফাঁকির মামলায় শাস্তি পেয়েছেন। স্পেনের আদালত তাকে দিয়েছে ২১ মাসের জেল ও কয়েক মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ। এমন ঘটনার পর ক্ষোভে স্পেন ছেড়ে চলে যেতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এই শঙ্কা স্প্যানিশ ফুটবল লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেভাসের। এদিক বার্সেলোনার প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ আবার মেসির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
লিগের প্রধান তেবাসের শঙ্কা মেসি অন্য কোনো দেশের লিগে খেলতে চলে যেতে পারেন। তার কথায়, “অবশ্যই আমি তার চলে যাওয়ার ভয় পাচ্ছি। তবে একটা ব্যাপার বলি। আমরা লা লিগার পক্ষ থেকে বিশ্বাস করি সে দোষী না। তাকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত।”
২৯ বছরের মেসি ১৩ বছর বয়স থেকে আছেন স্পেনে। বার্সেলোনায় যোগ দেওয়ার পর কখনো ক্লাব বদলাননি। এই ক্লাবে থেকেই কিংবদন্তি হয়ে উঠেছেন। জেলের শাস্তি হলেও জেলে যেতে হবে না মেসিকে। কারণ, স্পেনে দুই বছরের কম এমন সাজায় জেল খাটতে হয় না। তেবাস ব্যাখ্যা দিয়ে বলেছেন, এক সাথে ২১ মাসের জেল মেসিকে আদালত দেয়নি। তিনটি ভিন্ন ভিন্ন কর ফাঁকির মামলায় সাত মাস করে এই শাস্তির আদেশ হয়েছে। তিনি বলেছেন, মেসি ৬১ মিলিয়ন ইউরোর বেশি দিয়েছেন স্পেনকে। সেই টাকা দিয়ে হাসপাতাল ও রাস্তা-ঘাট তৈরি হয়েছে।
মেসির শাস্তি ঘোষণার পর ক্লাব বার্সেলোনা তার পাশেই থাকার ঘোষণা দেয়। বিশ্বখ্যাত ক্লাবটির প্রেসিডেন্ট বার্তোমেউ শুক্রবার টুইট করে মেসির সাথে থাকার কথা জানালেন আবার, “লিও, যারা তোমাকে আক্রমণ করছে তারা আক্রমণ করছে বার্সা ও এর ইতিহাসকে। শেষ পর্যন্ত তোমাকে রক্ষা করে যাবো আমরা। সাথে থাকবো আজীবন!”