বিনোদন

উপার্জনের ৯০ ভাগই গরিবকে বিলান নানা পাটেকা

নানা পাটেকার। বলিউডের শক্তিমান অভিনেতা।  পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ কোটি মানুষ। আর বাস্তবে হৃদয়বান এ মানুষটি হৃদয় কেড়েছেন মহারাষ্ট্র রাজ্যের অসংখ্য গরিব মানুষের।

এক সময় নানা রাস্তার জেব্রা ক্রসিং আঁকতেন। আঁকতেন বলিউডের ছবির পোস্টার। বিনিময়ে মাস গেলে হাতে আসত মেরে-কেটে ৩৫ টাকা। তবে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের কারণে নানাকে খুব একটা পেছনে পড়ে থাকতে হয়নি। দ্রুতই তার অবস্থারও পরিবর্তন হয়েছে।

তবে ভাগ্য বদলালেও লড়াই ছাড়েননি নানা। তিনি চেষ্টা করছেন ভারতের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

তাই খরার কবলে পড়ে রাজ্যটির একের পর এক কৃষক আত্মহত্যার করলে তাদের সাহায্যে এগিয়ে এসে ৩০ বছর ধরেই তাদের পাশে আছেন নানা।

তিনি মারাঠওয়াড়ায় গিয়ে ১১২টি কৃষক পরিবারের সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করেন তিনি। প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন ১৫ হাজার করে টাকা।

শুধু মারাঠওয়াড়াই নয়, নাগপুর-লাটুর-হিংগোলি-পারওয়ানি-আওরঙ্গাবাদের মতো জায়গায় জায়গায় ঘুরেও নানা আরও সাতশ’টি কৃষক পরিবারের সঙ্গে দেখা করেন। তাদের অর্থনৈতিক সঙ্কট মেটাবার চেষ্টা করেন নিজের মতো করে।

যদি ভাবেন, শুধু টাকা দিয়েই কর্তব্য সেরে ফেলেছেন নানা, তাহলে ভুল ভাবা হবে। প্রাথমিক ভাবে যে সব পরিবারে কৃষকরা আত্মহত্যা করেছেন, তাদের স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের হাতে টাকাটা তুলে দেন নানা। পরের ধাপে প্রত্যেকটি পরিবারকে উপহার দেন একটা করে সেলাই মেশিন। তাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে দেন এক ধাপ।

পাশাপাশি, মহারাষ্ট্রের বেশ কিছু গ্রাম দত্তকও নিয়েছেন নানা। প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন, কী ভাবে সেই গ্রামগুলোকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা যায়।

এছাড়া, তার নিজস্ব স্বেচ্ছাসেবি সংস্থা তো রয়েছেই। যা এখনও পর্যন্ত ২২ কোটি টাকা ব্যয় করেছে কৃষকদের মঙ্গলের জন্য।

Show More

আরো সংবাদ...

Back to top button