
রোববার ঢাকা আসছেন নিশা দেশাই
দুই দিনের সফরে ঢাকায় আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
আগামী রোববার তিনি ঢাকায় আসবেন বলে জানিয়েছে ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র।
জানা গেছে, এ মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা ছিল সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে তার এসফর এগিয়ে আনা হয়েছে।
গত মে মাসের পর এটি তার দ্বিতীয় ঢাকা সফর।
নিশা দেশাইয়ের সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে।
ঢাকা সফরকালে নিশা দেশাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
এছাড়া রাজধানীর কলাবাগানে বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তার এক বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা করতে পারেন নিশা দেশাই।
১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ২০ জন দেশিও বিদেশি নাগরিক নিহত হন। এর রেশ কাটতে না কাটতেই ঈদের দিন শেলাকিয়ায় জঙ্গিদের আরেকটি হামলায় নিহত হয় ২ পুলিশ সদস্যসহ ৪ জন।