জেলার সংবাদ

কালিহাতীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার

ঢাকা, ০৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আরিফুর রহমান (৩৫) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার নির্মাণাধীন মান্নান ফিলিং স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফুর মান্নান ফিলিং স্টেশনের মালিক মৃত মান্নান মিয়ার ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয় লোকজন নির্মাণাধীন মান্নান ফিলিং স্টেশনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন।

পরে খবর পেয়ে পুলিশ ফিলিং স্টেশনের একটি কক্ষ থেকে আরিফুরের গলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Show More

আরো সংবাদ...

Back to top button