বিনোদন

খুশির ঈদে জমজমাট সারা দেশের প্রেক্ষাগৃহ

ঢাকা, ০৯ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

আজকাল নাকি সিনেমা দেখতে কেউ প্রেক্ষাগৃহে যায় না? কথাটি একেবারেই মিথ্যা প্রমাণিত হলো ঈদের ছুটিতে। ভালো সিনেমা আসলে দর্শক প্রেক্ষাগৃহে যাবেই। ঈদ উপলক্ষে এবার মুক্তি পেয়েছে শিকারি, বাদশা, মেন্টাল ও সম্রাট শিরোনামের নতুন চারটি সিনেমা। সারা দেশের সিনেমা হলগুলিতে দলে দলে দর্শকরা এসেছেন তাদের প্রিয় নায়ক নায়িকাদের সিনেমা দেখতে। ঈদের সিনেমা দেখতে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। সকাল থেকেই দর্শকদের আনাগোনায় মুখর ছিল প্রেক্ষাগৃহগুলো। নারী দর্শকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। অধিকাংশ বড় হলেই বন্ধ ছিল টিকিট কাউন্টার। ব্ল্যাকে বিক্রি হয়েছে সিনেমার টিকিট। বেশি দামে হলেও দর্শকরা টিকিট কেটে দেখেছেন প্রিয় তারকাদের সিনেমা। শাকিব অভিনীত তিন ছবি নিয়েই ভক্তদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা। অপু বিশ্বাস, তিশা ও শ্রাবন্তীর সাথে শাকিবের রসায়ন দেখতে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। বন্ধু-স্বজনদের নিয়ে দলবেঁধে সিনেমা দেখতে এসেছিলেন অনেকেই। অনিয়মিত দর্শকদেরও পাওয়া গেছে প্রেক্ষাগৃহে। বেলা বাড়ার সাথে সাথে প্রেক্ষাগৃহে বেড়ে যায় দর্শক সংখ্যা। বাংলা সিনেমা দেখতে দর্শকদের এমন উৎসাহ সাধারণত দেখা যায় না। ঈদ উপলক্ষে চারটি বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় সবার মধ্যে এত আগ্রহ বলে জানিয়েছেন দর্শকরা। এবারের ঈদের দিনের দর্শক আগ্রহ বলছে মুনাফার মুখ দেখবেন প্রযোজকরা, ঈদের বাকি দিনগুলোও এভাবে দর্শকরা আসবেন হলে এটাই তাদের প্রত্যাশা।

Show More

আরো সংবাদ...

Back to top button