জাতীয়

শিক্ষার্থী ১০ দিন অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাকা, ১০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তার বিষয়ে খোঁজ নিতে এবং সরকারকে জানানোর জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পরে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করে।

ওই আদেশে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টানা দশ দিনের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার তালিকা করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে।

এ ছাড়া পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য কার্যক্রমের দিকেও খেয়াল রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Show More

আরো সংবাদ...

Back to top button