
জাতীয়
জঙ্গি দমনে যতটা প্রয়োজন, ততটাই কঠোর হবে সরকার : প্রধানমন্ত্রী
ঢাকা, ১০ জুলাই, (ডেইলি টাইমস ২৪): জঙ্গি দমন করতে যতটা প্রয়োজন, সরকার ততটাই কঠোর হবে। এক্ষেত্রে কারো সমালোচনা শোনা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গিরা পরিকল্পিত হামলা চালিয়েছে। সতর্ক থাকার পরও এই ধরনের ঘটনা ঘটায় একে দুঃখজনক বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেছেন, আগে যারা ক্ষমতায় ছিলো তারাই জঙ্গি ও সন্ত্রাসের বিজ বপন করে গেছে। এই জঙ্গি সন্ত্রাস দূর করতে সময় লাগতে পারে। কিন্তু সরকার তা নির্মূল করতে সব কিছুই করবে। গোয়েন্দা সংস্থা জঙ্গিদের খুঁজে বের করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এছাড়া ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নজরদারির আহ্বান জানান প্রধানমন্ত্রী।