আন্তর্জাতিক

বাংলাদেশের বন্ধু সিডনি শনবার্গ আর নেই

ঢাকা, ১০ জুলাই, (ডেইলি টাইমস ২৪):  নিউইয়র্ক টাইমসের সাবেক প্রতিনিধি ও বাংলাদেশের বন্ধু সিডনি শনবার্গ মারা গেছেন। শনিবার নিউইয়র্কের পগকিপসি শহরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। নিউইয়র্ক টাইমসের আরেক সাংবাদিক ও শনবার্গের  বন্ধু চার্লস কাইজার এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯৭৫ সালে কম্বোডিয়ায় গণহত্যার সংবাদ সংগ্রহের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন সিডনি শনবার্গ। মার্কিন এই সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিবরণও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। ওই সময় নিউইয়র্ক টাইমসের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিনিধি ছিলেন তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘ডেটলাইন বাংলাদেশ: নাইন্টিন সেভেন্টিওয়ান’ শিরোনামে একটি বই রয়েছে সিডনি শনবার্গের । মফিদুল হকের অনুবাদে বইটি প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ।

সিডনি শনবার্গ ঢাকায় থেকে ২৫ মার্চের গণহত্যা প্রত্যক্ষ করেছিলেন। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় পাকিস্তান সরকার তাকে সে সময় বহিষ্কার করে। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বহিষ্কৃত হলেও যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরে যাননি শনবার্গ। নিউইয়র্ক টাইমসের দিল্লি ব্যুরো চিফ হিসেবে সীমান্ত এলাকায় ফিরে আসেন তিনি। কখনো মুক্তিযোদ্ধাদের সঙ্গে তিনি ঢুকে পড়েছেন মুক্তাঞ্চলে, প্রত্যক্ষ করেছেন যুদ্ধ-অপারেশন, ঘুরে দেখেছেন শরণার্থী শিবিরগুলো।

১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের সাক্ষী ছিলেন শনবার্গ ।পরে যুদ্ধের খবর সংগ্রহে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যান তিনি। ১৯৭৫ সালে কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলে গৃহযুদ্ধ ও গণহত্যার সংবাদ সংগ্রহের সময় সহযোগী ডিথ প্রাণের গেরিলাদের হাতে বন্দি হওয়া ও সেখান থেকে বেঁচে আসা নিয়ে ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অফ ডিথ প্রাণ’ শিরোনামে একটি বই লেখেন তিনি। ১৯৮০ সালে প্রকাশিত ওই বই নিয়ে পরে ‘দ্য কিলিং ফিল্ডস’ সিনেমা হয়। পরে সেটি অস্কারও পায়।

Show More

আরো সংবাদ...

Back to top button