
ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থায় নজরদারি বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
ঢাকা, ১০ জুলাই, (ডেইলি টাইমস ২৪): ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিএনপি-জামায়াত সরকারের সময় সন্ত্রাসের যে বীজ বপন করা হয়েছিল, এখন তারই বিস্তার ঘটেছে।
তিনি বলেন, ‘সারা বিশ্বে এখন জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ থেকে খুব বেশি দূরে ছিল না। এই বাংলাদেশে আমি নিজেই গ্রেনেড হামলার শিকার। এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসীদের যারা সৃষ্টি করে রেখে গেছে যে বীজ বপন করা হয়েছিল, এখন তারই বিস্তার ঘটেছে।’
গুলশানের জঙ্গি হামলা ঘটনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘গুলশানে যে ঘটনা ঘটেছে আমার মনে হয়, পৃথিবীর কোনো উন্নত দেশ এত দ্রুত সময়ে অভিযান সফল করতে পারেনি।’
পরে অভিভাবকের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘উচ্চ শিক্ষিত পরিবারের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করে। আমরা তো ভাবি তাদের মন অনেক উদার হবে। তারা সত্যিকারের সঠিক ধর্মের জ্ঞান নেবে কিন্তু তারা যে ধর্মান্তর হয়ে যাবে সেটি আমরা কখনও ভাবতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘যেসব বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ভিতরেও কারা আছে, যারা শিক্ষার্থীদের বিপথে নিয়ে যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে।’
অভিভাবক ও শিক্ষকদেরও সজাগ থাকতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, স্কলাসটিকা স্কুলসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের অনেকেই কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন।
এছাড়া গত ৭ জুলাই বাংলাদেশের সর্ব বৃহৎ ঈদ জামাতের অদূরে বোমা হামলার ঘটনায় নিহত জঙ্গি আবির রহমানও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, ঢাকা থেকে আবির নিখোঁজ হয়েছিলেন। তার নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।