আইন ও আদালত

জঙ্গি অর্থদাতাদের খুঁজছে র‍্যাব

ঢাকা, ১১ জুলাই, (ডেইলি টাইমস ২৪): র‍্যাব মহাপরিচালক বলেন, ‘যেকোনো টেররিস্ট ঘটনার পর্দার আড়ালে কারা সেটি তো অবশ্যই খুঁজে বের করা প্রয়োজন। সেটি খুঁজে না বের করা পর্যন্ত একে থামানো যায় না। এর ফাইনান্স করা করে, পর্দার আড়ালে কারা- তাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে।’

সোমবার র‍্যাবের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ।

গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় দেশবাসী আতঙ্কিত জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, “জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সব রকম নজরদারি বাড়ানো হয়েছে।”

এ ছাড়া যেসব যুবক পরিবার ছেড়ে পলাতক রয়েছে, তাদের খুঁজে বের করার কাজও করা হচ্ছে বলে জানান র‍্যাব মহাপরিচালক।

এর আগে তথ্য দিয়ে জঙ্গি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং অপহরণকারীদের ধরতে সহযোগিতার জন্য ‘রিপোর্ট-টু-র‍্যাব’ নামে মোবাইল ফোনের একটি অ্যাপ উদ্বোধন করেন র‍্যাব মহাপরিচালক।

Show More

আরো সংবাদ...

Back to top button