আন্তর্জাতিক

জাকির নায়েকের বক্তব্যে উসকানির প্রমাণ মেলেনি: দ্য হিন্দু

ঢাকা, ১২ জুলাই, (ডেইলি টাইমস ২৪): ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উসকানি দেয়ার যে অভিযোগ উঠেছে তার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে মহারাষ্ট্র স্টেইট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট (এসআইডি)। সংস্থাটি বলছে, ইংরেজি ভাষী এ ধর্মপ্রচারকের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ গঠন করা যেতে পারে।

মঙ্গলবার ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দু’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ১ জুলাই গুলশানের অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডে অংশ নেয়া একজন জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে হত্যাকাণ্ডে অংশ নেয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়। পরে ভারত সরকার তাদের দেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়। বক্তব্যে তদন্ত করতে গঠন করা হয় নয়টি দল। পরে বাংলাদেশ সরকারও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়।

এ ঘটনায় জাকির নায়েকের বক্তব্যে তদন্ত করতে নামে দলগুলো। মঙ্গলবার স্টেইট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের বিশেষ তদন্ত দল মহারাষ্ট্র সরকারের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেছে। এতে বলা হয়েছে, ভারতে ফিরলে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করা বা তাকে গ্রেপ্তার করা হবে না।

প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ভারতের ভেতরে এবং বাইরে দেওয়া জাকির নায়েকের শতাধিক ইউটিউব ভিডিও পর্যবেক্ষণ করে দেখেছে এসআইডি। এসআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রসারে নায়েকের বক্তৃতার প্রভাব রয়েছে বলে দাবি ওঠার পর হায়দারাবাদের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করেছে।

দেশটির জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ইংরেজি ভাষী এ ধর্মপ্রচারকের বিরুদ্ধে কোন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ গঠন করা যেতে পারে। কিন্তু তার বক্তৃতা থেকে এ বিষয়ে প্রমাণ পাওয়া সম্ভব নয়। আমরা তার চলাফেরার ওপর নজরে রাখছি। যদি তিনি তার অবস্থান থেকে সরে যান, তাহলে আমরা তখন তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি। বর্তমানে তাকে শুধুমাত্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’

পুলিশের এই কর্মকর্তা প্রাথমিক তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। এদিকে সোমবার জাকির নায়েকের দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। ভারতে ফিরলে জেরার মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় তিনি দেশে না ফেরার সিদ্ধান্ত নেন।

Show More

আরো সংবাদ...

Back to top button