জাতীয়

জঙ্গিবাদের উত্থান হতে দেবো না: প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ জুলাই, (ডেইলি টাইমস ২৪):প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার সরকার দেশে জঙ্গিবাদের উত্থান হতে দেবে না। মঙ্গলবার দুপুরে গণভবনে ‍আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

জঙ্গিবাদবিরোধী সচেতনতা বাড়াতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিসহ প্রশাসনের নানা পর্যায়ের কর্মকর্তাসহ সর্বস্তরের জনতার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্তিপ্রিয়, তেমনি ধর্মপ্রাণ। এদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেবো না।

তিনি বলেন, যারা ইসলামের নাম করে মানুষ হত্যা করছে তারা পবিত্র ধর্মের বদনাম করছে। আমাদের ধর্মে আছে মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু তারা মানুষ মারছে। ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

Show More

আরো সংবাদ...

Back to top button