
জেলার সংবাদ
কক্সবাজারে বৌদ্ধ মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম
ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
কক্সবাজারের সদর উপজেলায় বৌদ্ধ মন্দিরের এক পুরোহিতকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ৭টায় উমাতারা বৌদ্ধ মন্দিরে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত পুরোহিতের নাম জানা যায়নি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শহরের উমাতারা মন্দিরের পুরোহিতকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।