
‘ভিল্লাভারায়েন ও হাতুরুসিংহে নিয়মিত হলি আর্টিজানে যেতেন’
ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলায় আতংকিত বাংলাদেশ জাতীয় দলের কোচ ও কোচিং স্টাফরা। বিশেষ করে দলের হেডকোচ চান্দিকা হাতুরুসিংহে এবং ট্রেইনার মারিও ভিল্লাভারায়েন যেন ভুলতেই পারছেন না ব্যাপারটা। কারণ, ওই রেস্টুরেন্টে নিয়মিত যাতায়াত ছিলো তাদের!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছেন, ওই হামলায় বেঁচে যাওয়া শ্রীলঙ্কান হিরিকেষ বিজয়সেকেরা হাতুরুসিংহের ঘনিষ্ঠ বন্ধু। কোচ নিজেও নাকি প্রায়শই যেতেন সেখানে।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মারিও (ভিল্লাভারায়েন) ও হাতুরুসিংহে নিয়মিত হলি আর্টিজানে যেতেন। মারিও বাচ্চাদের নিয়ে যেতেন। আসলে ওই রেস্টুরেন্টে বিদেশিদের নিয়মিত যাতায়াত ছিল। নিজের চেনা জায়গায় এমন একটা ঘটনা যে কাউকেই বিহ্বল করে দেবে। ওরাও মর্মাহত। চন্দিকা এখন শ্রীলঙ্কায়। হলি আর্টিজানে বেঁচে যাওয়া ওর বন্ধুর সঙ্গে দেখা হলেও নাকি ঘটনাটা নিয়ে কেউ মুখ খোলে না। তবে চন্দিকার বন্ধু এবং তাঁর স্ত্রী খুবই ভয় পেয়েছে।’
এদিকে, সঠিক সময়ের চেয়ে বাংলাদেশে ফিরতে দেরি করছেন জাতীয় দলের কোচরা। এর পিছনেও গুলশানের ঘটনার হাত রয়েছে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। তবে এমন কিছুই হবে না বলে নিশ্চিত করছেন সুজন। বললেন, ‘না আসার কোন কারণ নেই। তারা আসবেন।’
তাহলে দেরি কেন? রহস্য উন্মোচন করলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান। তিনি বললেন, ‘কোচ আগেই আসতে চেয়েছিলেন। কিন্তু ক্যাম্পটা যেহেতু ফিটনেসের, তাই উনার এখন না এলেও অসুবিধা নেই। সে কারণে বোর্ড থেকে কোচকে কিছুদিন পরে আসার জন্য বলা হয়েছে।’
তবে ফিটনেস ক্যাম্পের আগেই চলে আসার কথা ভিল্লাভারায়েনের।