খেলাধুলা

বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে: মুস্তাফিজ

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

বাংলাদেশ ক্রিকেট দল এখন পূর্ণ শক্তির একটি দল। টাইগারদেরকে খেলতে ভয় পায় না এমন দেশ এখন খুঁজে পাওয়া যাবে না।

গতবছর ছিল টাইগারদের সাফল্যে গাঁথা একটি বছর। দেশের মাটিতে ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ।

চলতি বছর বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ। তবে শিরোপা জেতা হয়নি। ভারতের কাছে হেরে যায় মাশরাফিরা।

বাংলাদেশ ক্রিকেট দলে এখন রয়েছেন মাশরাফির মতো অধিনায়ক। রয়েছেন-মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজের মতো তারকা খেলোয়াড়রা। যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

তবে সামনে বিশ্বকাপ আসার আগেই হয় তো মাশরাফি অবসর নিয়ে নেবেন। কিন্তু বাকি যারা আছেন তারা আরও পরিপক্ক হবেন।

আর এই পরিপক্ক দল নিয়েই বিশ্বকাপ জেতা সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। তিনি স্বপ্ন দেখেন, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ জিতবে।

সম্প্রতি যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ জিতবে। ক্রিকেটে এখন বাংলাদেশ একটি পূর্ণ শক্তির দল।

নিজের সম্পর্কে মুস্তাফিজ বলেন, খ্যাতির কাছে কখনও নিজস্ব স্বকীয়তা হারাতে চাই না।

মুস্তাফিজ কয়েক দিনের মধ্যেই ইংলিশ কাউন্টি খেলতে ইংল্যান্ডে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাই সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে অভিষেক হবে মুস্তাফিজের।

Show More

আরো সংবাদ...

Back to top button