
জেলার সংবাদ
কক্সবাজারে পুরোহিতকে কুপিয়ে জখম
ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪): কক্সবাজার শহরে কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরের কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে ওপেল রাখাইন নামে এক ভিক্ষুকে কুপিয়ে আহতের অভিযোগ উঠেছে ময়াং রাখাইন নামে আরেক ভিক্ষুর বিরুদ্ধে।
বুধবার সকালে শহরের উমাতারা মন্দিরে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ভিক্ষু ওপেল রাখাইনকে মাথায় কুপিয়েছে পালিয়ে যায়। ওই ভিক্ষুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরের কর্তৃত্ব নিয়ে ভিক্ষু ওপেলের সঙ্গে ময়াং রাখাইনের বিরোধ চলছিল। এরই জেরে দুর্বৃত্তরা ওপেল রাখাইনে কুপিয়ে আহত ক