জেলার সংবাদ

চাঁদপুরে এখনও আড়াই লাখ ভোটার জাতীয় পরিচয়পত্র পাননি

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

চাঁদপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত হওয়ার পরও এখন পর্যন্ত ২ লক্ষ ৫০ হাজার ২শ ৮৫ জন ভোটার তাদের জাতীয় পরিচয়পত্র পাননি। এতে করে বিভিন্ন দাফতরিক কাজে বেগ পেতে হচ্ছে তাদের। ২০১৪ ও ২০১৫ সালে হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রমে চাঁদপুর জেলায় অন্তর্ভূক্ত হওয়া এসব ভোটাররা তাদের দৈনন্দিন কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বর্তমানে সকল প্রকার অফিসিয়াল কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা জরুরী হয়ে পড়ায় এ ভোগান্তিতে পড়ছেন তারা। ভূক্তভোগীরা অনেকেই জেলা অথবা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করেও লাভ হয়নি, কারণ নির্বাচন কমিশন থেকে এখনও অন্তর্ভূক্ত হওয়া নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়নি।

এ ব্যাপারে জেলার নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জাগো নিউজকে জানান, ২০১৪ ও ২০১৫ সালে হালনাগাদ ভোটার তালিকায় চাঁদপুরে নতুন ভোটার সংযোজন হয়েছে ২ লক্ষ ৫০ হাজার ২শ ৮৫ জন। এরমধ্যে ২০১৪ সালের হালনাগাদে নতুন ভোটার সংযোজন হয়েছে ৯৪ হাজার ৪শ ৩২ জন। ২০১৫ সালে নতুন সংযোজন হয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৮শ ৫৪ জন। অন্তর্ভূক্ত হওয়া এসব ভোটাররা এখনও জাতীয় পরিচয়পত্র পায়নি।

তিনি আরো জানান, অনেকেই জাতীয় পরিচয়পত্রের জন্য আমাদের কাছে আসেন। কিন্তু নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র ইস্যু না হওয়ায় তাদের পরিচয়পত্র  দিতে পারছি না। তবে তাদের যদি জাতীয় পরিচয়পত্র একান্তই প্রয়োজন হয়, তাহলে তাদের কাছে থাকা ফরমের নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে অনুরুপ জাতীয় পরিচয়পত্র বের করে নেয়ার সুযোগ আছে।

নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র দিতে একটু দেরি করছে এ কারণে তারা সকলকে স্মার্ট কার্ড প্রদান করবেন বলে আশা করছি। আগামী ১ অক্টোবর থেকে চাঁদপুর জেলার ১৭শ ৫৮টি ভোটার এলাকায় পর্যায়ক্রমে নতুন ভোটাদের হাতে জাতীয় পরিচয়পত্র বা স্মাট কার্ড বিতরণ করা হবে।

তবে এ ক্ষেত্রে প্রথমেই সিটি কর্পোরেশনের নতুন ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড পাবেন। এরপর পর্যায়ক্রমে সকল নতুন ভোটারকে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড প্রদান করা হবে বলেও জানান তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button