জেলার সংবাদ

ফাঁসি কার্যকরের পর মরদেহ গ্রামের বাড়িতে

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

দেড় যুগ আগে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে হত্যার দায়ে ফাঁসির দড়িতে ঝুলা দুই পেশাদার ছিনতাইকারী মো. সাইফুল ওরফে শহীদ এবং মো. শহীদুল্লাহ ওরফে শহীদের মরদেহ রাতেই গ্রামের বাড়ি মিরসরাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের মরদেহ দাফন করা হবে। এর আগে ফাঁসি কার্যকর শেষে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর মঙ্গলবার দিনগত রাত ১ টা ৫০ মিনিটে দুটি অ্যাম্বুলেন্সে করে দুজনের মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১২টা ১ মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হয়।

ফাঁসি কার্যকর হওয়া মো. সাইফুল ওরফে শহীদের খালাতো বোন রুখসানা রাত দেড়টার সময় কারাফটকের বাইরে বাংলানিউজকে বলেন, সাইফুলের মরদেহ গ্রামের বাড়ি মিরসরাইয়ের জোরারগঞ্জে নিয়ে যাওয়া হবে। পরে সেখানে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে। অন্যদিকে ফাঁসি কার্যকর হওয়া অপর আসামি মো. শহীদুল্লাহ ওরফে শহীদের কোনো আত্মীয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব না হলেও কারা সূত্র জানায় তার মরদেহও মিরসরাইয়ের গ্রামের বাড়িতে দাফন করা হবে।

 

Show More

আরো সংবাদ...

Back to top button