আন্তর্জাতিক

জাপানে বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যায় জাপানে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যমগুলো।

পূর্ব জাপানের বন্যা কবলিত এলাকা থেকে এরই মধ্যে ১০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় ওই শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো স্থানীয় টেলিভিশনের দিয়ে জানায়, বন্যা কবলিত জাসু এলাকা থেকে সেনাবাহিনীর উদ্ধারকারী দল ১২ বাসিন্দাকে উদ্ধার করেছে। এটি টোকিও শহর থেকে ৩৭ মাইল উত্তর-পূর্বের অবস্থিত। এ শহরে প্রায় ৬৫ হাজার মানুষ বসবাস করে।

কিনিগাওয়া নদীর তীর উপচে পানি শহরে প্রবেশ করা এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ওই শহরের নিচু জায়গাগুলো পুরোপুরি তলিয়ে গেছে। অনেক মানুষ বাড়ির ছাদ, গাড়ির উপরসহ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।

সেদেশের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, আকম্মিক বন্যায় ৬ হাজার ৯০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫শ পরিবার নিরাপদে যেতে পেরেছে। সেনাবাহিনী হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চালাচ্ছে।

Show More

আরো সংবাদ...

Back to top button