অর্থ ও বাণিজ্য

ন্যাশনাল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধে কর্মশালা

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

ন্যাশনাল ব্যাংক লিমিটেডে (এনবিএল) ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাংকের ট্র্রেনিং ইনস্টিটিউটে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংক জানায়, কর্মশালায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি ক্যামেলকো মো. আব্দুল ওয়াহাব ও ভাইস প্রেসিডেন্ট ও ট্র্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মেজর (অব.) কে এম এনায়েতুল হক, পিএসসি উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button