জাতীয়

বুদ্ধিজীবী-সাংবাদিকদের সঙ্গে খালেদার মতবিনিময় কাল

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জনদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই মতবিনিময় সভা হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার এই তথ্য জানান। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে খালেদা জিয়ার এ মতবিনিময় সভা কার্যকর জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করছেন বিএনপি নেতারা। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রথম থেকেই জাতীয় ঐক্য গড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন খালেদা জিয়া। গুলশানের হোটেল আর্টিজানে সন্ত্রাসীদের হামলায় বিদেশি নাগরিকসহ ২৮ জন নিহতের পরও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার এই ঐক্যের আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। ইতিমধ্যে সরকারের প্রভাবশালী দুইমন্ত্রী  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সন্ত্রাস ও জঙ্গি দমনে খালেদা জিয়ার ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়েছেন। এর আগে আজ রাতে প্রথমে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। আজকের ওই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলা এবং জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে।

Show More

আরো সংবাদ...

Back to top button