জাতীয়

ঈর্ষান্বিত হয়ে অগ্রগতি থামিয়ে দিতে ষড়যন্ত্র: খাদ্যমন্ত্রী

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খাদ্য, শিক্ষা, কৃষি কোনো দিক থেকেই বাংলাদেশ পিছিয়ে নেই। বাংলাদেশের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে এই অগ্রগতি থামিয়ে দেয়ার জন্য দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে নিরাপদ খাদ্য: খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।   তিনি বলেন, আন্তর্জাতিকভাবে কেউ কেউ বাংলাদেশকে ঈর্ষার চোখে দেখছে। যে কারণে এই ষড়যন্ত্র। বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে তারা অকার্যকর দেশ হিসেবে পরিণত করার জন্য এই ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল করতে দেয়া হবে না।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ দারা। এ ছাড়া উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মুশতাক হাসান। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

Show More

আরো সংবাদ...

Back to top button