
অর্থ ও বাণিজ্য
উন্নয়নশীল দেশগুলোতে রেকর্ড পরিমাণ অর্থ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক
ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে গতিশীল করতে ২০১৫-১৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৬ হাজার ১০০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। গেল অর্থবছরে এ পরিমাণ ছিলো ৫ হাজার ৫০০ কোটি ডলার। বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় টিভি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
এ সহায়তা উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, বিনিয়োগ সহায়তা এবং ব্যক্তি মালিকানাধীন ব্যবসা পরিচালনার জন্য দেয়া হয়েছে।
এক বিবৃতিতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা, বিশ্ব প্রবৃদ্ধির ধীরগতির প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে এ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।