বিনোদন

বন্ধ হয়ে গেল ভুতু, গোয়েন্দা গিন্নি সিরিয়ালের শুটিং

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

টেকনিশিয়ানদের কর্মবিরতিতে বন্ধ হয়ে গেল টলিউডের জনপ্রিয় একাধিক মেগা সিরিয়ালের শুটিং। দীর্ঘদিন ধরে ওভারটাইমের টাকা বন্ধ রয়েছে এই অভিযোগে কর্মবিরতিতে নেমেছেন টেকনিশিয়ানরা। কর্মবিরতির জেরে গতকাল থেকে বন্ধ হয়ে যায় গোয়েন্দাগিন্নি, ভুতু, পটলকুমার গানওয়ালার মতো বেশ কয়েকটি সিরিয়ালের কাজ।

জনপ্রিয় কয়েকটি প্রোডাকশন হাউজ়ের বিরুদ্ধে ওভারটাইমের টাকা না দেওয়ার অভিযোগ এনেছেন টেকনিশিয়ানরা। তারমধ্যে রয়েছে ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস, রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউজ়ের মতো একাধিক সংস্থা। টেকনিয়ানস গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যা সমাধানে আগ্রহী নয় প্রোডাকশন হাউজ়ের মালিকরা।

 

Show More

আরো সংবাদ...

Back to top button