
জেলার সংবাদ
গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা
ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
গোপালগঞ্জে ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুল আলম। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপন কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যর মধ্যে বক্তব্য দেন ডা. জিবাশিষ চাকমা, ডা. তানভীর আহম্মেদ প্রমুখ। আগামী ১৬ জুলাই সারা দেশের মতো গোপালগঞ্জেও এক লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়েছে।