
জাতীয়
২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে খালেদা জিয়া
ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোট নেতাদের সাথে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। বৈঠকে উপস্থিত আছেন, জামায়াতের আব্দুল হালিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপার শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান প্রমুখ। বৈঠক শেষে খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সাথে বৈঠক করবেন বলে জানা গেছে।