জাতীয়

ইউপি নির্বাচনে স্থগিত কেন্দ্রে পুনঃভোট ‘২৭ জুলাই’

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে স্থগিত হওয়া ভোট কেন্দ্রে আগামী ২৭ জুলাই পুনঃভোট করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি চূড়ান্ত করতে কমিশন বৈঠকে নথি উপস্থাপনও করা হয়েছে।

এ বিষয়ে ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান

বলেন, ‘ইউপি নির্বাচনে স্থগিত কেন্দ্রের পুনঃভোটের তারিখ ২৭ জুলাই রেখে কমিশন সভার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

ইসি কর্মকর্তারা জানান, ইউপি নির্বাচনে সহিংসতা, ব্যালট ছিনতাই, আগের রাতে ব্যালটে সিলমারাসহ নানা অনিয়মের কারণে ৩৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এসব কেন্দ্রের ভোটার সংখ্যা হিসাব করে চেয়ারম্যান বা সদস্য পদে ভোটের ব্যবধান ভোটার সংখ্যার চেয়ে বেশি থাকলে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান কম হলে নির্বাচন পরিচালনা বিধির ৩৭(২) অনুযায়ী অবশ্যই পুনরায় ভোটগ্রহণ করতে হবে।

এ বিষয়ে ইসির উপ-সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানান, ভোটগ্রহণের দিন স্থগিত হওয়া কেন্দ্র এবং ভোটের দু’একদিন আগে হাইকোর্টের আদেশে যেসব ইউপিতে ভোটগ্রহণ বন্ধ হয়েছে সেসব কেন্দ্রে পুনঃভোট হবে।

 

এছাড়া যেসব ইউপিতে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, শুধু ব্যালট পেপার ছাপাতে হবে সেগুলোর ভোটও স্থগিত কেন্দ্রের সাথে করার চিন্তা করা হচ্ছে। তবে এ বিষয়ে কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ  বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নথি আমাদের কাছে আসেনি। কমিশন বৈঠকে এলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

ইসির তথ্য মতে, ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে ৬৫টি, ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৩৭টি, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ২৬, চতুর্থ ধাপে ৭ মে ৫৩, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩ এবং ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপে ৪২টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে ইসি।

Show More

আরো সংবাদ...

Back to top button