
রাজনীতি
জনগণকে উপেক্ষা করেছে সরকার: বিএনপি
ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪): জঙ্গিবাদ দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐক্যের ডাককে প্রত্যাখ্যান করে ১৪ দল জনগণকে উপেক্ষা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাত ৮টা ১৫মিনিটে বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ বৈঠক শুরু হয়ে রাত ১০টার দিকে শেষ হয়। বৈঠক শেষে ২০ দলের বৈঠক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করেন।
এর পর একই স্থানে বিএনপির স্থায়ী কমিটির সঙ্গেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈঠক করবেন বলে জানিয়েছে বিএনপি সূত্র।