অর্থ ও বাণিজ্য

রফতানি আয়ের লক্ষ্য ছাড়াল

ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

শুধুমাত্র তৈরি পোশাকের ওপর ভর করে সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় ৭৪১ মিলিয়ন ডলার বেশি রফতানি হয়েছে।

তবে রফতানির অন্যান্য খাত যেমন প্লাস্টিক, হিমায়িত খাদ্য ও কম্পিউটার সার্ভিসসহ প্রায় সব খাতেই নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

বুধবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে ৩৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারের বিপরীতে রফতানি হয়েছে ৩৪ দশমিক ২৪ ডলারের পণ্য। এটি লক্ষ্যমাত্রার তুলনায় ২ দশমিক ২১ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৭২ শতাংশ বেশি।

কেবল তৈরি পোশাকের ওপর ভর করে রফতানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। নীটওয়্যারে ১৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের রফতানির বিপরীতে আয় হয়েছে ১৩ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। আর ওভেন গার্মেন্টসে ১৪ দশমিক ১০ বিলিয়ন ডলারের বিপরীতে আয় হয়েছে ১৪ দশমকি ৭৩ বিলিয়ন ডলার।

এছাড়া জ্যান্ত মাছ, শাক-সবজি, পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট, চামড়াজাত পণ্য, কাগজ ও কাগজজাত পণ্য, কাঁচা পাট ও ফার্নিচার রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে হিমায়িত মাছ, চিংড়ি, কাকড়া, চা, তামাক, ফলমূল, শুকনা খাদ্য, সিমেন্ট, সার, প্লাস্টিক দ্রব্য, রাবার, লেদার ফুটওয়্যার, জাহাজ ও ভাসমান স্থাপনা, সিল্ক, পাটের বস্তা, স্পেশালাইজড টেক্সটাইল, হোম টেক্সটাইল, কম্পিউটার সার্ভিসসহ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

প্লাস্টিক দ্রব্য রফতানির লক্ষ্য নির্ধারণ করা হয় ১১৮ মিলিয়ন ডলার। আয় হয়েছে ৮৯ মিলিয়ন ডলার। ১১৫ মিলিয়ন ডলারের বিপরীতে স্পেশালাইজড টেক্সটাইল খাতে রফতানি হয়েছে ১০৮ মিলিয়ন ডলার। হোম টেক্সটাইল খাতে ৮৫০ মিলিয়ন ডলারের বিপরীতে রফতানি হয়েছে ৭৫৩ মিলিয়ন ডলার।

এমনকি সম্ভাবনাময় কম্পিউটার সেবা খাতেও এবার নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ১৪৫ মিলিয়ন ডলারের বিপরীতে জুলাই-মে সময় রফতানি হয়েছে ১৩৬ মিলিয়ন ডলারের সেবা।

Show More

আরো সংবাদ...

Back to top button