
শিক্ষা
১৮ জুলাই থেকে জাবির ক্লাস শুরু
ঢাকা, ১৩ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
রোজা ও ঈদুল ফিতরের ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ১৮ জুলাই (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।
বুধবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলী বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৭ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট ৪১ দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ এ ছুটি পরিবারের সঙ্গে কাটিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে। তাদের পদচারণা আর আড্ডায় আবার মুখরিত হয়ে উঠছে জাবির প্রতিটি চত্বর।