
চিরিরবন্দরে সংঘবদ্ধ পিটুনিতে এক ‘ডাকাত’ নিহত, অপরজন আহত
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
দিনাজপুরের চিরিরবন্দরে স্থানীয়দের সংঘবদ্ধ পিটুনীতে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। নিহত আব্দুল আজিজ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্থানীয়দের দাবি। অপর আহত মাহবুব (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘ইসবপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার দক্ষিণ নওখৈরই কামারপাড়ায় বৃহস্পতিবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় এলাকাবাসী ৪ ডাকাতকে ধাওয়া করে। ২ ডাকাত পালিয়ে গেলেও ২ ডাকাত ধরা পরে। সংঘবদ্ধভাবে তাদের পিটুনি দিলে ২ ডাকাতের মধ্যে আব্দুল আজিজ ওরফে কালা ডাকাত নামের একজন মারা যায়। নিহত ডাকাতের বাড়ি চিরিরবন্দরের ১২ নং আলোকডিহি ইউনিয়নে।’
আব্দুল আজিজ থাকতেন সৈয়দপুরে। পিতা ফয়েজদার রহমান ফজু। তিনিও ডাকাত ছিলেন। এর দুই বছর আগে আজিজেজ ভাই কফিলও সংঘবদ্ধ পিটুনীতে নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত ডাকাত মাহাবুবেব অবস্থা এখন আশংকাজনক । তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন ও প্রত্যক্ষদর্শীরা জানায়।
স্থানীয়রা জানায়, কামারপাড়া এলাকায় একদল ডাকাত রাত ১২ টা থেকে ওই এলাকায় অবস্থান করে এতে তাদের উপস্থিতে এলাকা বাসী জানতে পারলে সবাই রাত জেগে পাহাড়া দেয় পরে চার ডাকাত কে ধাওয়া করলে দুই ডাকাত পালিয়ে যায়। অপর দুই জনকে বিক্ষুব্ধ জনতা পিটুনি দিলে একজন ঘটনাস্থলেই মারা যায়।