আন্তর্জাতিক

আফগান বাহিনীর হামলায় ৮ জঙ্গি নিহত

ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের দারায়েম জেলায় বৃহস্পতিবার সংঘর্ষে আট তালেবান জঙ্গি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে।

সেনা মুখপাত্র নসরুতুল্লাহ জামশিদি এ কথা জানিয়ে বলেন, কয়েকটি গ্রামে জঙ্গিরা নিরাপত্তা চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীও পাল্টা হামলা শুরু করলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জঙ্গিরা তাদের আট সদস্যের লাশ ফেলে রেখেই পালিয়ে যায়।

তবে মুখপাত্র নিরাপত্তা বাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কি-না তা জানাননি।

এ ছাড়া তালেবানের পক্ষ থেকেও এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

Show More

আরো সংবাদ...

Back to top button