
শ্রীলঙ্কাতেই অস্ট্রেলিয়া দলের উপদেষ্টা মুরালি!
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
উপমহাদেশে অস্ট্রেলিয়া দলের ‘জুজুর ভয়’ আছে। সেই ভয় কাটাতে এখানকার মাটিতে আসার আগে আরেকবার মুত্তিয়া মুরালিধরনের শরণ নিয়েছিল অস্ট্রেলিয়া দল। এবার শ্রীলঙ্কা সফরে গিয়েই লঙ্কান জাদুকর স্পিনারের দিকে হাত বাড়ালো তারা। কলম্বোতে অস্ট্রেলিয়া দলের সাথে উপদেষ্টা হিসেবে কাজ করতে শুরু করেছেন মুরালি। ইতিহাসের সবচেয়ে বেশি উইকেটশিকারী মুরালিধরন স্পিন কিংবদন্তি। আর উপমহাদেশে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সবচেয়ে বড় সমস্যা স্পিন খেলায়। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ জানালেন, তাদের সাথে কাজ শুরু করেছেন মুরালি। ভাবা হচ্ছে পাল্লেকেলেতে প্রথম টেস্ট শুরুর আগ পর্যন্ত কাজ করবেন। সফরে আসার আগে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ব্যাটসম্যান দেশে লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরার সাথে কাজ করেছেন। “শ্রীলঙ্কায় মুরালির অনেক অভিজ্ঞতা। অসংখ্য উইকেট নিয়েছেন। এই সিরিজে আমাদের স্পিনারদের সহায়তা করতে তার মতো একজনকে পাওয়া অসাধারণ ব্যাপার। আমাদের সাথে তিনি উপভোগও করছেন-” বলেছেন স্মিথ। অস্ট্রেলিয়া দলে উপদেষ্টা হিসেবে আগেও কাজ করেছেন মুরালি। সেটা ২০১৪ সালে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের আগে। সেবার অফস্পিনার ন্যাথান লায়ন ও বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কিফিকে নিয়ে করেছিলেন। ওই দুই স্পিনার আছেন শ্রীলঙ্কা সফরেও। তাদের সাথে এর মধ্যে দুই সেশন কাজ করেছেন মুরালি।