খেলাধুলা

বাংলাদেশের নতুন কোচকে নিয়ে মামুনুল

ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

আগামী ৬ ও ১০ আগস্ট ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে প্লে-অফের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ দুটোকে সামনে রেখে মামুনুলদের কোচ দায়িত্ব দেয়া হয়েছে  টম সেইন্টফিটের কাছে।

মঙ্গলবার জাতীয় দলের ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন বেলজিয়ান এই কোচ। প্রথম দেখাতেই  বাংলাদেশের নতুন কোচ সম্পর্কে অনেকটা ধারণা করে ফেলেছেন মামুনুল ইসলাম। সেইন্টফিটকে বন্ধুভাবাপন্ন ও আপোষহীন বলে উল্লেখ করেন বাংলাদেশ দলের অধিনায়ক।

গতকাল বুধবার দ্বিতীয় দিনের অনুশীলনের ফাঁকে অধিনায়ক মামুনুল সাংবাদিকদের বলেন, ‘কোচ খুবই বন্ধুভাবাপন্ন। কাল বিকেলে এবং আজ সকালে বল নিয়ে ট্রেনিং করিয়েছেন। বল ছাড়াও ট্রেনিং করিয়েছেন। ওয়ার্ম-আপ করিয়েছেন।’

মামুনুল আরো যোগ করেন, ‘কারো যদি ব্যথা থাকে তাকে বিশ্রাম দেয়ার কথা বলেছেন। কিন্তু কেউ যদি ব্যথা নিয়ে ট্রেনিং করে পরে বলে যে ব্যথা নিয়ে ট্রেনিং করেছি; তাহলে সেটি বিশৃঙ্খলতার খাতায় লিপিবদ্ধ হবে। তিনি যেভাবে আমাদের বলেন, সেভাবে যদি করতে না পারি, তাহলে আমাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকবে।’

ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে মামুনুল বলেন, ‘মাঠে যতটুকু দেখেছি, খেলোয়াড়দের সঙ্গে তিনি ট্রেনিংয়ের বিষয়গুলো খুব উপভোগ করেন। আমরা ভুটানের সঙ্গে যে ম্যাচটা খেলব সেটি কীভাবে খেলব, গতি কেমন হবে, অনুশীলনে তা বাতলে দিচ্ছেন।’

Show More

আরো সংবাদ...

Back to top button