
ইন্সটাগ্রামে লাইকের বিচারে শীর্ষে সেলেনার ছবি
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
এমনিতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার নিয়ে শীর্ষ স্থানেই অবস্থান করছিলেন মার্কিন জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ। তবে এবার ছবিতে লাইকের বিচারেও এগিয়ে গেলেন এই পপ তারকা। সম্প্রতি তার ইনস্টাগ্রামের একটি ছবিতে ‘লাইক’ পড়েছে ৪০ লাখেরও বেশি। এর আগে এই ছবি শেয়ারের সাইটে এত ‘লাইক’ আর অন্য কারও ছবিতে পড়েনি।
এতদিন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ছবি ছিল কেন্ডাল জেনারের সেই মেঝের ওপর শুয়ে থাকা পোজের ছবিটি। কিন্তু সেলেনার এই ছবি লাইক-এর বিচারে ওই জনপ্রিয়তাকে ছাপিয়ে গেল।
ছবিতে সেলেনা লাল পোশাকে খোলা চুলে একটি কোমল পানীয়র বোতল হাতে পোজ দিয়েছেন।বোতলের গায়ে দেখা গেল তারই গানের কথা লেখা। ‘মি অ্যান্ড দ্য রিদম’-এর ‘ইউ আর দ্য স্পার্ক’ লেখা কোমল পানীয়ের স্ট্রতে ঠোঁট লাগানো সেই ছবির ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘তোমার গানের কথা যখন বোতলে লেখা!’
উল্লেখ্য, আরেক মার্কিন পপ তারকা টেইলর সুইফটকে পেছনে ফেলে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে গত মার্চ মাসে ইনস্টাগ্রামের রানি হয়েছিলেন গায়িকা সেলেনা । ইনস্টাগ্রামে সেলেনার অনুসারীর সংখ্যা প্রায় ৮ কোটি ৯২ লাখ। ৪০ লাখ ‘লাইক’ পাওয়া ছবিটি সেলেনা পোস্ট করেছেন দুই সপ্তাহ আগে।