
বিনোদন
‘ধন্যবাদ টেলর সুইফট’
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
কিছুদিন আগে নতুন প্রেমিক টম হিডলস্টনের সঙ্গে অষ্ট্রেলিয়া ঘুরতে গিয়েছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। আর সেখানের লেডি ক্লিনটো চিলড্রেনস হাসপাতালে অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করেছেন টেলর। তাদের সঙ্গে কয়েকঘণ্টা ছিলেন তিনি।
হাসপাতালে শিশুদের সঙ্গে কাটানো মুহূর্তের বেশকিছু স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছে হাসপাতাল কতৃপক্ষ। এর ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ টেলর সুইফট, লেডি ক্লিনটো চিলড্রেনস হাসপাতালের অসুস্থ শিশু ও তার পরিবারের বিকেলটাকে স্মরণীয় করে তোলার জন্য। আপনার এই অসাধারণ উপহারের কথা তারা কখনও ভুলবে না।’