
ঘর বাঁধলেন টেনিসের ইভানোভিচ ও ফুটবলের শোয়েনস্টাইগার
ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):
টেনিসের ভাষায় এটি হতে পারে ‘ডাবল এইস’! ফুটবলের ভাষায় ‘জোড়া গোল’। আনা ইভানোভিচ ও বাস্তিয়ান শোয়েনস্টাইগারের প্রেমের পরিণয় এভাবেই হলো। দুই দেশের দুই ক্রীড়া তারকা ঘর বেধেছেন। নিজেদের দেশ ছেড়ে ইতালির ইতিহাস বিখ্যাত শহর ভেনিসে উড়ে এসেছিলেন। সেখানে ভেনিস সিটি হলে মঙ্গলবার বিয়ে করলেন। এরপর বুধবার আবার বর-বধু বেশে হাজির হলেন চার্চে। সেখানে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন।
দুই বছরের বেশি সময় ধরে প্রেম জার্মানির ফুটবল অধিনায়ক শোয়েনস্টাইগার ও সার্বিয়ার টেনিস তারকা ইভানোভিচের। ইভানোভিচের মেজর প্রতিযোগিতায় প্রায় সবসময়ই উপস্থিত হয়েছেন শোয়েনস্টাইগার। এই দুই তারকা আইনগত ভাবে স্বামী-স্ত্রী হয়েছেন প্রথমে। এরপর চার্চে উপস্থিত হয়েছেন ধর্মীয় আচারের জন্য।
বধুর গাউনে ও বেশে অসাধারণ দেখাচ্ছিল ২৮ বছরের ইভানোভিচকে। স্যুটে ৩১ বছরের শোয়েনস্টাইগারকে দারুণ স্মার্ট লাগছিল। দুই পরিবারের সদস্যদের সাথে এই শুভ সময়ে আরো উপস্থিত ছিলেন বেশ কিছু তারকা। একটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ইভানোভিচ একসময় বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। এখন ২৫। উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে এবার বিদায় নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার শোয়েনস্টাইগার দলকে ইউরো ২০১৬ এর সেমিফাইনাল পর্যন্ত নিয়ে ফিরেছেন সম্প্রতি।
এই জুটির ঠিকানা বড় অদ্ভুত। শোয়েনস্টাইগার জার্মানির। খেলেন ইংল্যান্ডে। থাকেন লন্ডনে। ইভানোভিচ সার্বিয়ার হলেও স্থায়ী আবাস সুইজারল্যান্ডে। খেলেন বিশ্ব জুড়ে। বিয়ে করলেন ইতালিতে। বিয়ের পর এবার খেলার সময়ের বাইরে লন্ডনেই ঘর হওয়ার কথা তাদের।