জাতীয়

লে. কর্নেল (অব.) মাহতাব উদ্দিন আর নেই

ঢাকা, ১৪ জুলাই, (ডেইলি টাইমস ২৪):

 

লে. কর্নেল (অব.) মাহতাব উদ্দিন আহমেদ আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাহতাব উদ্দিন আহমেদ প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর সন্তানরা বিদেশ থেকে দেশে আসলে জানাজা অনুষ্ঠিত হবে এবং শনিবার তাঁকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হতে পারে।

উল্লেখ্য, ১৯৩৩ সালের ২৬ জুন তিনি নোয়াখালীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন।

১৯৮৩ সালে তিনি প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল কটন মিলস ও বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button